চুল আচড়াবার প্রধান উপকরন হচ্ছে চিরুনি। মূলত কঠিন বস্তু হতে চিরুনি প্রস্তুত করা হয়। আমরা প্রতিদিন বেশ কয়েকবার চিরুনি ব্যবহার করে থাকি। এতে করে আমাদের মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়ে থাকে। চুলের ধরন অনুযায়ী সঠিক চিরুনি ব্যবহার করা না হলে আমাদের মাথার ত্বক এবং চুল ক্ষতিগ্রস্থ হতে পারে।
বাঁশের চিরুনির উপকারিতাঃ
- প্লাস্টিকের বা অন্যান্য চিরুনি দিয়ে চুল আচড়ালে যে তাপ উতপন্ন হয় সেটি চুলের জন্য ক্ষতিকর। এতে চুল নষ্ট হয়। বাঁশের চিরুনি ব্যবহার করলে সাধারনত এই সমস্যা হয় না।
- বাঁশের চিরুনি ব্যবহার করলে মাথার ত্বকে লুকিয়ে থাকা ময়লা বেরিয়ে আসে। যার ফলে মাথার ত্বক পরিস্কার থাকে।
- বাঁশের চিরুনি নিয়মিত ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। এতে চুলের বৃদ্ধি নিশ্চিত হয়।
- বাঁশের চিরুনি নিয়মিত ব্যবহার করলে খুশকী হওয়ার সম্ভাবনা কমে যায়। যার ফলে এটি ব্যবহার করলে চুল পরা কমতে পারে।
- বাঁশের চিরুনি ব্যবহারে চুল ভেংগে যাওয়ার সম্ভাবনা কমে যায়। নিয়মিত বাঁশের চিরুনী ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো থাকে।
কাঠের চিরুনির উপকারিতাঃ
- কোমল ভাবে চুলের জট ছাড়াতে কাঠের চিরুনির জুড়ি নেই। এর ধার গুলো মসৃণ আর গোলাকার হয় যার ফলে প্রাকৃ্তিকভাবে মাথার তালুতে যে তেল উৎপন্ন হয় তা সব চুলের গোঁড়ায় সমান ভাবে পৌছায়। কাঠের চিরুনি দিয়ে মাথার তালু খুব ভালভাবে ম্যাসেজ হয়। যার ফলে মাথায় রক্ত সঞ্চালন বাড়ে।
- অন্যান্য চিরুনি দিয়ে চুল আচড়ালে চুলের ডগা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে চুলের স্বাভাবিক সৌন্দর্য্য নষ্ট হতে পারে। কাঠের চিরুনি দিয়ে চুল আচড়ালে সাধারনত এই সমস্যা হয় না। কাঠের চিরুনি দিয়ে চুল আচড়ানোর সময় ঘষা লেগে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়না। যার ফলে চুল ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
- নিয়মিত কাঠের চিরুনি ব্যবহার করলে খুশকী সমস্যা কমে। যার ফলে কমে যায় চুল পরার মত ভয়ানক সমস্যা। নিয়মিত কাঠের চিরুনি ব্যবহার করলে স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ে। তাতে স্ক্যাল্প সুস্থ থাকে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
কাঠের ও বাঁশের চিরুনির ব্যবহারঃ
- নিয়মিত বাঁশের চিরুনি ব্যবহার করুন চুলের সৌন্দর্য্য ঠিক রাখুন।
- মাথার ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে বাঁশের চিরুনি ব্যবহার করা যেতে পারে।
- খুশকীর সমস্যা থেকে বাচতে বাঁশের চিরুনি ব্যবহার করুন।
- চুল পরা সমস্যা কমাতে এবং চুলের স্বাস্থ্য ঠিক রাখতে আপনার পছন্দের তালিকায় বাঁশের চিরুনী রাখুন।