তৈলাক্ত ত্বক সবসময়ই বিরক্তিকর। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করা অনেক সময় কষ্টকর হয়ে পড়ে। এই সমস্যা থেকে প্রাকৃতিক সমাধান পেতে মিট্টি মুলতান হতে পারে আপনার আদর্শ পছন্দ। এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, মুখের দাগ হালকা করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
উপাদানঃ
প্রাকৃতিক মুলতানি মাটি যাতে রয়েছে অ্যালুমিনিয়াম সিলিকেটসহ বিভিন্ন খনিজ উপাদান, যা ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়।
মিট্টি মুলতানের ( Mitti Multan ) উপকারিতাঃ
১। তৈলাক্ত ত্বকের যত্নে: মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করে ত্বককে রাখে সতেজ ও নিস্তেজতামুক্ত।
২। ব্রণের দাগ দূর করে: নিয়মিত ব্যবহার মুখের দাগ হালকা করে ও ত্বক উজ্জ্বল করে তোলে।
৩। সানট্যান ও পিগমেন্টেশন হ্রাসে: সূর্যের পোড়া দাগ বা ত্বকের কালচে ভাব দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
৪। ত্বককে কোমল ও মসৃণ রাখে: প্রাকৃতিকভাবে স্কিন টেক্সচার উন্নত করে এবং ত্বক করে তুলতে সাহায্য করে নরম ও উজ্জ্বল।
৫। স্ক্র্যাব হিসেবে কার্যকর: কাজু বাদাম গুঁড়া বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়।
৬। রোমকূপ পরিষ্কার করে: ত্বকের গভীরের ময়লা দূর করে রোমকূপ পরিষ্কার রাখে, ফলে নতুন দাগ বা ব্রণ হওয়ার সম্ভাবনা কমে।
৭। বার্ধক্যের ছাপ হ্রাসে সহায়ক: ত্বক টানটান করে এবং ফাইন লাইন কমিয়ে স্কিনকে তরুণ রাখে।
৮। চুলের যত্নে সহায়ক: রুক্ষ ও প্রাণহীন চুলে প্রাণ ফিরিয়ে আনতে সাহায্য করে।
মিট্টি মুলতানের ( Mitti Multan ) ব্যবহারবিধিঃ
১। ব্রণের দাগ দূর করতে: নীম ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান, শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২। স্ক্র্যাব হিসেবে: কাজু বাদাম গুঁড়া ও নারকেল তেল মিশিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন।
৩। দাগ ও গর্ত কমাতে: গাজর ও অলিভ ওয়েল মিশিয়ে ব্যবহার করুন।
৪। চুলের যত্নে: পানির সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে ১৫–২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
নিয়মিত ব্যবহারে ফলাফলঃ
১) ত্বক হবে দাগমুক্ত, উজ্জ্বল ও সতেজ
২) ব্রণ ও তৈলাক্ত ভাব থাকবে নিয়ন্ত্রণে
৩) ত্বকের টেক্সচার হবে আরও মসৃণ ও নরম

