মেথি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শুধু শরীর নয়, ত্বক ও চুলের যত্নেও খুবই কার্যকরী এক উপাদান হলো মেথি। রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখা থেকে শুরু করে রক্তচাপ ও ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ, চুল পড়া রোধ, রক্তাল্পতার সমস্যায় মেথি ‘সুপার ফুড’ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। মেথিতে থাকে ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, কপার, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজসহ অসংখ্য উপকারী উপাদান। এ ছাড়াও এতে আছে ভিটামিন এ, বি ৬, সি, কে-এর মতো অনেক পুষ্টির উৎস। এই ভেষজ উপাদান শরীরের গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে। এমনকি শরীরের বাড়তি কার্বোহাইড্রেট শোষণ করে শরীর সুস্থ রাখে।
মেথির বিস্ময়কর বেশ কিছু উপকারিতা:-
- গলা ব্যাথা, জ্বর ও সর্দিকাশি সারাতে মেথি খেতে পারেন।
- পেটের জ্বালা পোড়া, হজমের সমস্যার সমাধানে মেথি খেতে পারেন।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেগুলার মেথি খেতে পারেন।
- মেথি রক্তে চিনির পরিমাণ কমায়।
- নিয়মিত মেথি খান, পেটের কৃমি মেরে ফেলুন।
- রক্ত সল্পতার সমস্যা থাকলে মেথি খেতে পারেন।
- মাতৃদুগ্ধ বাড়াতে ঔষধের বিকল্প হিসেবে মেথি খেতে পারেন।
- ওজন কমাতে মেথি রেগুলার খেতে পারেন।
- চুলের যত্নে মেথির ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে।
এত এত উপকারিতা যেখানে প্রাকৃতিক একটা শস্যের মধ্যেই আছে সেখানে কেন বেশি টাকা খরচ করে কৃত্রিমতার পেছনে ছুটবেন?
ফ্রেশ, বাছাইকৃত সেরা মানের মেথিই দিচ্ছি আমরা। আমাদের মেথিতে ময়লা, মরা দানা, অবাঞ্চিত বীজ বা ডালপালা থাকবেনা ইনশাআল্লাহ্। তাই মেথির কোয়ালিটির বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।